Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশ ভয়াবহ অবস্থার দিকে এগুচ্ছে

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রংপুর উপ-নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ গ্রহণ করবে না। পীর সাহেব বলেন, দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। একদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অপরদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও সরকার সেদিকে কোন ভ্রুক্ষেপ করছেন না। দেশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। গতকাল শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা. লোকমানাই হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ। 

পীর সাহেব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দায়িত্বহীনতার কারণেই ডেঙ্গু আজ ভয়াবহরূপ ধারণ করেছে এবং মানুষের ব্যাপক প্রাণহানি হচ্ছে। সরকার এ দায় এড়াতে পারবে না। তিনি বলেন, সরকার দলীয় এমপি শামীম ওসমান বক্তব্যে বলেছেন, ডেঙ্গু মশা আল্লাহর গজব। নমরুদ আল্লাহর নাফরমানি করায় আল্লাহ মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করেছিলেন। তিনি বলেন, এখনও আল্লাহর নাফরমানি বেড়েই চলছে।
মুরাদনগরে ইসলামী সম্মেলন
গতকাল সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে আল্লাহর নাফরমানি বেড়ে যাওয়ায় ডেঙ্গু মশা, শিশু ধর্ষণ খুন, মাদক, সন্ত্রাস আল্লাহর গজব হিসেবে দেখা দিয়েছে। আমাদেরকে আল্লাহর কাছে তওবা-ইস্তেগফার করে রুনাজারি করতে হবে। অন্যথায় গজব আরো ব্যাপক হলে কারো উপায় থাকবে না।
মুরাদনগর মাদরাসার প্রবীণ আলেম শায়খুল হাদীস আল্লামা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী আমজাদ হোসাইন, মাওলানা মোজাম্মেল হক ফারুকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ