মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন ও রাশিয়াকে যুক্ত করে নতুন একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। এই আলোচনায় উভয় দেশই খুবই উৎসাহ দেখিয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধের যুগে স্বাক্ষরিত রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি পারমাণবিক চুক্তি বাতিলের পর নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে এই পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। শুক্রবার রাশিয়ার সঙ্গে ১৯৮৭ সালে স্বাক্ষরিত দ্য ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি (আইএনএফ) বাতিল করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের শাসনামলে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ওই চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দুই পরাশক্তির চুক্তি বাতিলের পর বিশ্বে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়। চুক্তি বাতিলের পর নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কিভাবে এড়াবেন এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তার প্রশাসন রাশিয়ার সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা করছে। ‘যাতে করে তারাও কিছু ছাড় পায়, আমরাও কিছু ছাড় পাই’ বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘কোনও কোনও ক্ষেত্রে আমাদের চীনকেও যুক্ত করতে হবে’। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন এটি দুনিয়ার জন্য একটি বড় ঘটনা হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই নিয়ে আলোচনায় চীন খুবই উৎসাহ দেখিয়েছে আর রাশিয়ার মনোভাবও একই। সেকারনে আমার মনে হয় আমরা চুক্তিতে পৌঁছাতে পারবো’। ২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আইএনএফ চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। ট্রাম্প প্রশাসনের দাবি তাদের কাছে প্রমাণ রয়েছে রাশিয়া এসএসসি-৮ নামের পরিচিত ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই অভিযোগ ন্যাটোর কাছে তুলে ধরলে তারাও মার্কিন দাবির পক্ষে অবস্থান নেয়। তবে ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।