Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিশ্রুতি আরো একধাপ কমানোর হুমকি ইরানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি আরও এক ধাপ কমানোর হুমকি দিয়েছে ইরান। শনিবার পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আইসিএএনএ। তবে এই দফায় কী পরিমাণ প্রতিশ্রুতি কমানো হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শনিবার আইসিএএনএ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তৃতীয় দফায় প্রতিশ্রুতি কমানো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা বলেছি যে অন্য দেশগুলো যদি চুক্তি বাস্তবায়ন না করে তাহলে আমরাও একইভাবে চুক্তি মেনে চলবো না। আর অবশ্যই আমাদের সব কার্যক্রম হবে চুক্তির কাঠামো অনুযায়ী। ২০১৫ সালের জুনে ভিয়েনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। আইসিএএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি ইরানের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ