মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জর্দানের রাজধানী আম্মানের বাইরে এক ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে হামলার ঘটনায় সে দেশের তিন গোয়েন্দা কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকালে রাজধানীর বাইরে অবস্থিত বাকা শিবিরের গোয়েন্দা দপ্তরে ওই হামলা চালানো হয়। জর্দান সরকারের মুখপাত্র মোহাম্মদ আর মোমানি ওই হামলাকে পৃথক ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। যদিও এর আগে একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছিল জর্দান সরকার। স্থানীয় সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ওই হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন। এদের তিনজন গোয়েন্দা কর্মকর্তা, একজন নিরাপত্তা রক্ষী এবং বাকি একজন টেলিফোন অপারেটর। ২২ বছরের এক ফিলিস্তিনি যুবক ওই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। ওই এলাকায় মসজিদ সংক্রান্ত এক বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে। ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র সৃষ্টির পর ৭০ লাখের বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদের বেশিরভাগই জর্দানে আশ্রয় নিয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।