Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪ ক্রীড়াবিদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৩:১৩ পিএম

এখন ক্রীড়াঙ্গনেও ডেঙ্গুর হানা। আর যারা বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে রয়েছেন তাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ভয় আরও বেশি। এরইমধ্যে প্রশিক্ষণ ক্যাম্পে থাকা ৪ ক্রীড়াবিদ এখন হাসপাতালে রয়েছেন।

জানা গেছে, শুরুতে পাঁচজন খেলোয়াড় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। পরে এদের মধ্যে বৃষ্টি নামে এক বাস্কেটবল খেলোয়াড় চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়েছে। তবে বাকীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে খো খো খেলোয়াড় আসমা ও জান্নাতুল নাইম বৃষ্টি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। রাজধানীর পুলিশ হাসপাতালে রয়েছেন কাবাডি খেলোয়াড় বৃষ্টি বিশ্বাস। এ ছাড়াও কাবাডি খেলোয়াড় শ্রাবণী হাসাপাতাল থেকে চলে গেলেও তাকে আবার আসতে বলা হয়েছে। তা ছাড়াও চিকিৎসা নেওয়ার পর সোহরাওয়ার্দী হাসপাতাল তাকে ছেড়ে দিয়েছে।

পাঁচজনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা প্রকাশ করে গতকাল শুক্রবার রাতে বিওএর (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) মেডিক্যাল কমিটির সদস্য সচিব চিকিৎসক শফিকুর রহমান বলেন, এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পর্যবেক্ষণে রয়েছেন। ডেঙ্গু হয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে।’

তিনি আরো জানান, জ্বর কিংবা ডেঙ্গুতে আক্রান্ত ক্রীড়াবিদদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু থেকে ক্রীড়াবিদদের রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দুটি প্রশিক্ষণ কেন্দ্রের আবাসনস্থলে মশা থেকে ক্রীড়াবিদদের রক্ষা করার জন্য মশার ওষুধ স্প্রে করা হবে।

বিওএর প্রধান নির্বাহী, ব্রিগেডিয়ার ফখরুদ্দিন হায়দার (অবঃ) জানিয়েছেন, ক্রীড়াবিদদের দুটি ক্যাম্পে মশার ওষুধ স্প্রে করা হবে। বিওএর সভাপতি জেনারেল আজিজ আহমেদ এমন উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, ‘১৩তম সাউথ এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার বেলা ১১টায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পর এই কার্যক্রম মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে পরিচালিত হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ