Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হতে অনিচ্ছুক নারীরা অসম্পূর্ণ : এরদোগান

তুরস্কে মহিলাদের কমপক্ষে তিনটি সন্তান জন্ম দেয়ার আহ্বান

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নারীদের কমপক্ষে তিনটি সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সন্তান ধারণে অনিচ্ছুক নারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেসব নারী মাতৃত্বকে অস্বীকার করেন তারা অকার্যকর এবং অসম্পূর্ণ। তুরস্কের ইস্তাম্বুল শহরে নারী সংগঠন উইমেন এন্ড ডেমোক্রেসি এসোসিয়েশন আয়োজিত এক সম্মেলনে এরদোগান বলেন, তিনি নারীদের পেশাগত সফলতা সমর্থন করেন। তবে এটা কখনোই সন্তান ধারণের পথে বাধা হওয়া উচিত নয়। তিনি আরো বলেন, মাতৃত্ব ত্যাগ করা মানে মানবতার ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। কোনো নারীরই এমন পেশা গ্রহণ করা উচিত নয়, যা তাকে মা হওয়ার পথে বাধা সৃষ্টি করে। কর্মজীবী মায়েদের জন্য তুরস্ক গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান এরদোগান। এরদোগানের এই মন্তব্যকে বিতর্কিত বলে আখ্যায়িত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে গত ৩০ মে মুসলিমদের জন্মনিয়ন্ত্রণ না করতে এবং অধিক সন্তান গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন তিনি। এক টেলিভিশন বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, কোনো মুসলিম পরিবারের উচিত না জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরিবার পরিকল্পনা গ্রহণ করা। তুরস্কের জনসংখ্যা বাড়ানোর জন্য গত কয়েক বছর ধরেই তুরস্কের নারীদের উদ্বুদ্ধ করে আসছেন এরদোগান। এতে ইতিবাচক ফলও পাওয়া গেছে বলে খবরে বলা হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা হতে অনিচ্ছুক নারীরা অসম্পূর্ণ : এরদোগান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ