Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলিতে অতিরিক্ত সৌরবিদ্যুৎ

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

উৎপাদন, দাম নেমে যাচ্ছে

ইনকিলাব ডেস্ক : চলতি বছর ১১৩ দিন পর্যন্ত চিলিতে কিছু স্থানে বিদ্যুতের মূল্য শূন্যতে নেমে এসেছে। নবায়নযোগ্য শক্তির একত্রীকরণের ক্ষেত্রে চ্যালেঞ্জ সংক্রান্ত একটি সতর্কতামূলক বিবৃতিতে এমন তথ্য খুঁজে পাওয়া যায়। এ বছরে দ্রুত গতিতে দেশটিতে সৌরশক্তি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ লাইনের অভাবে উৎপাদিত শক্তি অপ্রয়োজনীয় জায়গায় অপচয় হচ্ছে। যার ফলে বিদ্যুতের মূল্য কমে যাচ্ছে। ব্লমবার্গের বরাত দিয়ে মার্কিন সাময়িকী ফরচুন জানিয়েছে, মূল সমস্যাটি হচ্ছে দেশটি কেন্দ্রীয় এবং উত্তরাঞ্চলীয় গ্রিড-এই দুইভাগে বিভক্ত। কিন্তু এদের মধ্যে কোনো আন্তঃসম্পর্ক নেই। সৌরশক্তি প্যানেল সবচেয়ে বেশি পরিমাণে স্থাপন করা হয়েছে দেশটির উত্তরাঞ্চলে, যেখানে কপারের খনির কারণে বিদ্যুৎ চাহিদা বেশি থাকবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেখানে চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে।
চিলি সরকার অতিরিক্ত শক্তি সরবরাহের এবং গ্রিড অঞ্চলের মধ্যেও যোগাযোগ উন্নত করার উদ্দেশ্যে দুটি অঞ্চলের মধ্যে সংযোগ ঘটানোর জন্য কাজ করছে। কিন্তু ব্লুমবার্গ জানিয়েছে, সৌরশক্তিতে বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই বিশৃঙ্খলার ফলে ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। চিলি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারী দেশ, যারা ২০১৩ সাল থেকে সৌরশক্তি উৎপাদন চার গুণ বৃদ্ধি করে ৭৭০ মেগাওয়াটে পৌঁছেছে। চলমান মন্দা ২০১৭ সালের মধ্যে কাটিয়ে উঠার আগেই নতুন প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিলিতে অতিরিক্ত সৌরবিদ্যুৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ