Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাকরির নামে প্রতারণা প্রতারক চক্রের ছয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


বিদেশে চাকুরি ও ভিসা প্রতারণার দায়ে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতাররা হলোÑ মোঃ লিটন (৩৫), সঞ্চিতা আক্তার ওরফে সানজিদা ওরফে দীপা (২৪), মেহেরুল্লাহ হোসেন (৫০), বিপাশা আক্তার (২৪), শফিক (৩৪) ও তোতা মিয়া মাল (৪৮)।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিপিইউ, জাল ভিসা, জাল ম্যানপাওয়ার কার্ড, জাল এয়ার টিকেট ও মানি রিসিপ্ট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাধারণ মানুষকে বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তার চাকরির বিজ্ঞাপন দিয়ে নিজেদের পরিচয় ও মোবাইল নম্বর সংযুক্ত না করে কর্মচারীদের মোবাইল নম্বর দিয়ে প্রলোভন দেখিয়ে অফিসে আনতো। পরে ভুয়া ও বানোয়াট নানা কথা বলে টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ