Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার নকল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ফ্লোরা বর্সি নামের একজন হাঙ্গেরিয়ান অঙ্কন শিল্পী রাকুমার রাও-কঙ্গনা রানৌত অভিনীত সা¤প্রতিক চলচ্চিত্র ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ নির্মাতাদের বিরুদ্ধে পোস্টারে তার ছবি আঁকার স্টাইল নকলের অভিযোগ এনেছেন। কয়েকদিন আগে বর্সি তার ছবির একটি নমুনা প্রকাশ করেছেন যাতে একটি মেয়ের চেহারার একপাশে একটি বিড়ালের ছবি রয়েছে। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ফিল্মের নির্মাতারা স¤প্রতি কঙ্গনার ছবি সম্বলিত একই রকমের একটি পোস্টার প্রকাশ করেছে। এ ছাড়া একই ধারায় একটি ইঁদুরে ছবির সঙ্গে রাজকুমার রাওয়েরও একটি ছবি প্রকাশ করা হয়েছে। “এটি বলিউডের ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ নামের একটি বিখ্যাত চলচ্চিত্রের পোস্টার। তারা আমার অনুমতি নেয়নি এমনকি যোগাযোগও করেনি। এমন বড় কোম্পানির জন্য ফ্রিল্যান্স শিল্পীর ছবি নকল করা লজ্জাজনক,” বর্সি তার ফেসবুকে লিখেছেন। টুইটার অ্যাকাউন্টে বর্সি নিজের আলোকচিত্রী এবং ভিজুয়াল আর্টিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি ডিজিটাল ফোটোগ্রাফিতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এবং ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকায় বেশ কিছু একক প্রদর্শনী করেছেন বলে জানিয়েছেন। “এই চলচ্চিত্রের পোস্টারে আমার ছবি র অনুকরণ করা হয়েছে! কী ঘটছে কেউ বলতে পারেন? এমনটি ঠিক নয়। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ চলচ্চিত্রের পোস্টার,” বর্সি টুইট করেছেন। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ২৬ জুলাই মুক্তি পেয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নকল

১ মার্চ, ২০২২
১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ