Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবিটি সাদা-কালো না রঙিন?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ৭:০৮ পিএম

দৃষ্টিবিভ্রম ঘটায় এ রকম ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ছবির রহস্যে মেতে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি এ রকমই একটি ছবি প্রকাশিত হয়েছে নেটদুনিয়ায়। তার পরই সেই ছবি সাদা-কালো না রঙিন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

কিছুদিন আগে ‘লিওনেল পেজ’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ছবিটি। তার পর ১৮ হাজারেরও বেশি রিটুইটের পাশাপাশি লাইক কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে পোস্টটি। ছবিটি পোস্ট করে সিডনির ওই অর্থনীতিবিদ লিখেছেন, ‘এটা একটা সাদা কালো ছবি। শুধু ছবির উপর থাকা লাইনগুলি রঙিন।’

আর এই রঙিন লাইনগুলির জন্যই সাদাকালো ছবিটিকেও রঙিন দেখাচ্ছে। আসলে রঙিন লাইনগুলি ছবির উপরে থাকায় আমাদের মস্তিষ্ক সেটাই প্রথমে দেখছে। সে জন্যই গোটা ছবিকে রঙিন মনে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাদা-কালো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ