Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে ১ম দিনের পরীক্ষায় ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিষ্টস (বিএসিবি)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ‘ডেঙ্গু জ্বর নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’ প্রথম দিনে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। প্রতিদিন ১৫০ জনের পরীক্ষা করানোর সক্ষমতা থাকলেও গত বুধবার ১ম দিনে মোট ১৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষা করানো হয়।

গতকাল বৃহস্পতিবার ২য় দিনেও প্রায় ১৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা করানো হলেও এতে কত জনের ডেঙ্গু শনাক্ত হয় তা রিপোর্ট পাওয়ার আগে জানা যায়নি। ঢাবি চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাবকে বলেন, প্রথম দিনে ১৩ জন শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়। যে সংস্থাটি পরীক্ষা করছেন তারা রাতে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দেন। তাই ২য় দিন কতজনের ডেঙ্গু ধরা পড়েছে তা আমরা শুক্রবার সকালে জানাতে পারবো। এদিকে শিক্ষার্থীদের হিসেবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে প্রায় দু’শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে বাড়ি চলে গেছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ যাওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ভিসি বরাবর স্মারকলিপিও প্রধান করেন। তবে অবস্থা এত খারাপ না বলে দাবি প্রশাসনের। এ বিষয়ে ঢাবি প্রো-ভিসি প্রফেসর ড. সামাদ বলেন, বিভিন্ন হলের যে তথ্য আমাদের কাছে আছে তাতে ২০/২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ