Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা বিতর্কিত ফল নিয়ে আতঙ্ক

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

নওগাঁয় ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষায় বিতর্কিত ফলাফল সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এই ল্যাবে একজন রোগীর ডেঙ্গু আছে কিনা এই পরীক্ষায় পজিটিভ ফলাফল দেখালেও অন্য দুটি পৃথক ল্যাবে নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

জানা গেছে, নওগাঁ মাল্টিাপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা’র দ্বিতীয় পুত্র হাসিনুর হাসান জীমের শরীরে জ্বর অনুভ‚ত হলে গত বৃহস্পতিবার নওগাঁ ল্যাব এইডে রক্ত পরীক্ষা করলে ডা. সমশের আলী স্বাক্ষরিত রিপোর্টে ডেঙ্গু এন এস-১ পজিটিভ দেখানো হয়েছে। এই রিপোর্ট নিশ্চিত হওয়ার জন্য শহরের কমপ্যাথ ল্যাবরেটরীতে একই পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট প্রদর্শিত হয়।
দু’টি ল্যাবে পৃথক রিপোর্ট পরিলক্ষিত হলে বিতর্ক এড়াতে ঐ দিনই বগুড়া ইবনে সিনা কনসালটেশন সেন্টারে ডা. ডি এম আরিফুর রহমান কর্তৃক প্রদত্ত ডেঙ্গু এন এস-১ রিপোর্টে নেগেটিভ ফলাফল প্রদর্শিত হয়েছে। যা সম্পূর্ণ বিপরীত রিপোর্ট। এতে ল্যাব এইডের মেডিক্যাল রিপোর্ট নিয়ে সন্দেহের উদ্রেক হয়েছে।

এদিকে এ ব্যপারে নওগাঁ ল্যাব এইড কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু পরীক্ষার জন্য ব্যবহৃত ডিভাইস ত্রুটিযুক্ত হতে পারে। কারণ বিদেশ থেকে ডিভাইস আমদানী করার ক্ষেত্রে সরকারের কোন বিধিনিষেধ আরোপিত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু শনাক্তকরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ