Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ গেমসের নারী ক্যাম্পে ডেঙ্গুর হানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ৯:১৫ পিএম

সারাদেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। ঘর-বাড়ি, শিক্ষাঙ্গণ,কর্মস্থল ছাড়িয়ে এই ডেঙ্গু জ্বর হানা দিয়েছে এবার ক্রীড়াঙ্গনেও। আসন্ন নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের দুই ডিসিপ্লিনের ক্যাম্পে ডেঙ্গুর হানায় খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। মহিলাদের খো খো ক্যাম্পে এখন ডেঙ্গুর রোগীর সংখ্যা ৫। আগে তিনজনের জ্বর ছিল। নতুন করে আরো দু’জন নারী ক্রীড়াবিদের জ্বর হয়েছে। সবাই বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের সবারই ডেঙ্গু ধরা পড়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল। তিনি বলেন, ‘খো খো’র এসএ গেমস ক্যাম্পে পাঁচ নারী খেলোয়াড় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। সবাই এখন হাসপাতালে। আসলে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ক্যাম্পের প্রথম তিন দিন কোন মশারি দেয়া হয়নি। এতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা।’ বাবুল আরো বলেন, ‘বুধবার রাত থেকে হাসনা নামের এক খেলোয়াড় ১০২ ডিগ্রি জ্বরে ভুগছিল। তার ডায়রিয়াও হয়েছে। এছাড়া হ্যাপি শেখ, প্রিয়াংকা, আসমা খাতুন,শম্পা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’ তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) চিকিৎসক ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের জানা মতে, কাবাডির জান্নাতুল নাইম বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ হাসপাতালে রয়েছে। তবে খো খোতে যারা নতুন করে জ্বরে ভুগছেন, তাদের রিপোর্ট এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি।’

এদিকে একই স্থানে কাবাডি’র মেয়ের ক্যাম্পে পাঁচ খেলোয়াড় ডেঙ্গুতে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। ডেঙ্গু পজিটিভ হওয়ায় বৃষ্টি বিশ্বাস রয়েছেন পুলিশ হাসপাতালে এবং মুসলিমা আক্তার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কাবাডির ক্যাম্পে নতুন করে জ্বর এসেছে শ্রাবনী মল্লিক, দিশামনি সরকার ও বৃষ্টি আক্তারের। তবে রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এদের ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করতে পারছেন না ডা. শফিকুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ