Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪ বছর পূর্তিতে ৬৮টি মোমবাতি প্রজ্বলন বিলুপ্ত ছিটমহলবাসীর

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১০:১৫ এএম

শৃংখলিত ৬৮ বছরের যন্ত্রণাদায়ক দিনগুলি থেকে ৩১জুলাই মুক্তি পেয়েছিল বিলুপ্ত ছিটমহলবাসীরা। সেই ক্ষণটি উদযাপন করতে এবছরও ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতী প্রজ্জ্বলন করে ৪ বছর পূর্তি অনুষ্ঠান পালন করল দেশের বৃহত্তম বিলুপ্ত ছিটবাসী দাসিয়ারছড়ার মানুষ।

কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জলন করেন কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, শাহজাহান মিয়া বাদশা, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, যুবলীগ নেতা আবুবক্কর সিদ্দিক ও ছাত্র নেতা এমদাদুল হক মিলন। ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাশাপাশি মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ