Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

নীলফামারীর বিলুপ্ত ছিটমহলবাসী পালন করল স্বাধীনতা দিবস

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : অধুনালুপ্ত নীলফামারীর ডিমলা উপজেলার চারটি ছিটমহলে বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে ছিটমহলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৩১ নম্বর নগর জিগাবাড়ির জয়নাল আবেদীনের বাড়ির উঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে একটি বিজয় র‌্যালি বের হয়ে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর জিগাবাড়ি ছিটবাসীদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় ২৯নং ছিটমহলের মিজানুর রহমান, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, অধুনালুপ্ত ছিটমহলবাসীর জন্য সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনার মধ্যে অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। কিছু কাজ চলমান অবস্থায়। নির্ধারিত সময়ের মধ্যে বাকিগুলো সম্পন্ন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফামারীর বিলুপ্ত ছিটমহলবাসী পালন করল স্বাধীনতা দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ