Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলগাজীতে সড়কের পাশেই মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৮:২০ পিএম

ফেনীর ফুলগাজীতে সড়কের পাশেই এক মানসিক ভারসাম্যহীন নারীর (২৫) সন্তান প্রসব করেছেন। দীর্ঘদিন যাবৎ ওই মহিলা ফুলগাজী বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা ঘুরাঘুরি করতেন।

শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে নয়টার সময় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী কলাবাগান নামকস্থানে সড়কের পাশেই একটি পুত্র সন্তান প্রসব করে।

খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ এসে তাদেরকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, ফুলগাজী বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন যাবৎ ঘুরাঘুরি করতো মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারী। সম্প্রতি ওই নারী গর্ভবতী হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা জানান বিষয়টি খুবই ন্যক্কারজনক।

স্থানীয় ইউপি সদস্য সমির উদ্দিন জানান, শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার সময় সড়কের পাশেই মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারীকে সড়কের পাশেই সন্তান প্রসব বেদনায় চিৎকার করেন। এসময় তিনি আশ-পাশের মহিলাদের ডাকাডাকি করলে মহিলারা এসে সেখানেই ওই নারীর সন্তানটি প্রসব করায় । পরে তিনি (ইউপি সদস্য) বিষয়টি ফুলগাজী থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক এসে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে ও তার শিশু সন্তানকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন। তিনি জানান, স্থানীয়রা অনেকেই বাচ্চাটিকে নিতে আগ্রহ প্রকাশ করেন। পুলিশ আপাতত বাচ্চাটিকে স্থানীয় মোহাম্মদ মিয়া (৬৫) নামে এক ব্যাক্তির জিম্মায় দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ