Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অরুণা বিশ্বাসের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আজ অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে তার বিশেষ কোন আয়োজন নেই। বছরের অন্যান্য দিনের মতোই জন্মদিনটি কাটবেন বলে জানান। তিনি বলেন, ‘আজ আমার জন্মদিন, তবে দিনটিকে ঘিরে কোনই বিশেষ পরিকল্পনা নেই। কারণ দেশের ডেঙ্গু পরিস্থিতি, গুজব, দুধে ভেজাল সব মিলিয়ে কোনদিক দিয়েই সাধারণ মানুষ ভালো নেই। আপাত এই তিনটি গুরুতর সমস্যার দ্রæত সমাধান হোক। সাধারণ মানুষের জীবনে শান্তি নেমে আসুক, এটাই কামনা। আমরা যারা আর্থিকভাবে মোটামুটি স্বচ্ছল, তাদের জীবন কোন না কোনভাবে কেটে যায়। কিন্তু অর্থনৈতিকভাবে যারা স্বচ্ছল নয়, তাদের জীবন নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়ে। সেই সব মানুষদের জীবনে যেন শান্তি ফিরে আসে এই প্রার্থনাই করছি। আমিও নানানভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ শতাধিক সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করা গুণী অভিনেত্রী অরুণা বিশ^াস বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন। ভারতেশ^রী হোমস’র সাবেক ছাত্রী অরুণা বিশ^াস নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় প্রথম ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক নরেশ ভূঁইয়া রচিত ও জিয়া আনসারী প্রযোজিত ‘এখানেই জীবন’। তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন। জন্মদিনে তাকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ