Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘জাবারিয়া জোড়ি’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আগামীকাল ‘জাবারিয়া জোড়ি’সহ বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে। অন্য তিনটি ফিল্ম- ‘চেস- নো মার্সি টু ক্রাইম’, ‘খান্দানি শাফাখানা’ এবং ‘রোমিও ইডিয়ট দেসি জুলিয়েট’। ‘জাবারিয়া জোড়ি’ মুক্তি পাচ্ছে বালাজি টেলিফিল্মস এবং কার্মা মিডিয়ার ব্যানারে। অ্যাকশন ড্রামাটি প্রযোজনা করেছেন একতা কাপুর, শোভা কাপুর এবং শৈলেস আর. সিং। প্রশান্ত সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, পরিনীতি চোপড়া, অপরশক্তি খুরানা, সঞ্জয় মিশ্র, জাভেদ জাফরি, নীরাজ সুদ, গোপাল দত্ত এবং এলি আভরাম। সঙ্গীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী, বিশাল মিশ।র, অশোক মাস্তি, পরম্পরা ঠাকুর এবং সচেত ট্যান্ডন। সোশাল কমেডি ‘খান্দানি শাফাখানা’ টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মহাবীর এস. জৈন, মৃগদ্বীপ লাম্বা, কৃষণ কুমার এবং দিব্য খোসলা কুমার। শিল্পী দাসগুপ্ত’র পরিচালনায় অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, বরুণ শর্মা, প্রিয়াংশু জোরা, বাদশাহ, আন্নু কাপুর, কুলভূষণ খারবান্দা, নাদিরা বাব্বর এবং একটি নৃত্যদৃশ্যে ডায়ানা পেন্তি, সুনীল শেট্টি আর রাবিনা ট্যান্ডন। শ্রী মহাবীর প্রডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে রোমান্টিক কমেডি ‘রোমিও ইডিয়ট দেসি জুলিয়েট’ মুক্তি পাচ্ছে। শুধাংশু জৈনের প্রযোজনা ও পরিচালনায় অভিনয় করেছেন রুসলান মুমতাজ, রেশমি সিং, বৃজেন্দ্র কালা, নীলু কোহলি এবং ওমকার দাস মানিকপুরি। সৌরভ-বৈভব ফিল্মটির সঙ্গীত পরিচালনা করেছেন। অ্যাকশন ফিল্ম ‘চেস- নো মার্সি টু ক্রাইম’ পরিচালনা করেছেন শুভেন্দু ঘোষ; ফিল্মটিতে অভিনয় করেছেন অমিত শেঠি মন্ডল, দীপাঞ্জন বসাক, মুশতাক খান এবং সমীক্ষা গৌড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ