Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ছাত্রলীগ সভাপতির ত্রাণ সহায়তা

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ২:২৬ পিএম

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে টানা দশদিন ধরে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করে চলে যান। বন্যার্তদের নগদ ৩০ লক্ষ টাকা বিতরণের পাশাপাশি ৯ লক্ষ টাকার শুকনো খাবার এবং চাল-ডাল বিতরণ করা হয়। বুধবার সকালে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈ-খাওয়ার চরে ২৮০জন বানভাসীদের মাঝে শুকনো খাবার ও চাল-ডাল বিতরন করা হয়।

এর আগে গত শুক্রবার ২৫ জুলাই ছাত্রলীগের সভাপতি শোভন নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ব্রহ্মপূত্র ও দুধকুমর নদের অববাহিকায় অবস্থিত বিভিন্ন চরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করেন।

বুধবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিজান খন্দকার, স্থানীয় জনপ্রতিনিধি কালু মিয়া, জেলা ছাত্রলীগের লিংকন, আলামিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ