বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে টানা দশদিন ধরে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করে চলে যান। বন্যার্তদের নগদ ৩০ লক্ষ টাকা বিতরণের পাশাপাশি ৯ লক্ষ টাকার শুকনো খাবার এবং চাল-ডাল বিতরণ করা হয়। বুধবার সকালে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈ-খাওয়ার চরে ২৮০জন বানভাসীদের মাঝে শুকনো খাবার ও চাল-ডাল বিতরন করা হয়।
এর আগে গত শুক্রবার ২৫ জুলাই ছাত্রলীগের সভাপতি শোভন নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ব্রহ্মপূত্র ও দুধকুমর নদের অববাহিকায় অবস্থিত বিভিন্ন চরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করেন।
বুধবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিজান খন্দকার, স্থানীয় জনপ্রতিনিধি কালু মিয়া, জেলা ছাত্রলীগের লিংকন, আলামিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।