প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
থর হল জার্মানিক পুরাণে বজ্রদেবতা এবং নিঃসন্দেহে পুরুষ। কিন্তু মারভেল চলচ্চিত্র মহাবিশ্বে যা ইচ্ছা তাই ঘটতে পারে। তাই প্রমাণ করতে ‘থর’ সিরিজের চতুর্থ পর্ব ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’-এ এই প্রথম থর চরিত্রে একজন নারীকে দেখা যাবে আর এই ভূমিকায় অভিনয় করবেন ন্যাটালি পোর্টম্যান। ন্যাটালি সিরিজের প্রথম দুই পর্বে জেইন ফস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমান পর্বের পরিচালক টাইকা ওয়াইটিটি স্যান ডিয়েগো কমিক-কনে নারী থরের ঘোষণা দিয়েছেন। “কাহিনীধারা অসাধারণ, আবেগ, প্রেম আর বজ্রে ভরপুর আর প্রথমবার থর আসছে নারী হিসেবে,” ওয়াইটিটি বলেন। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ফিল্মে থরের পরিণতি প্রসঙ্গে পরিচালক বলেন, “সে এখন সেভেন-ইলেভেনে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনার জন্য যাচ্ছে, এখন মনে হচ্ছে সে কাউচে বসে টিভি দেখবে, আসলে কে জানে।” আসগার্ডিয়ান থরের ভূমিকায় ক্রিস হেমসওয়ার্থকে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ফিল্মের শেষ দিকে মহাশূন্যের দিকে ছুটি যেতে দেখা যায়। ওয়াইটিটি মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘থর’ পরিচালনা করবেন বলে বোঝা যায় তিনি মাঙ্গা কমিক্স অবলম্বনে ওয়ার্নার ব্রাদার্সের ‘আকিরা’ পরিচালনা করবেন না। ২০২১-এর ৫ নভেম্বর ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।