গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম। একইসঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের দিয়ে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করার প্রস্তাবও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সব স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-অভিভাবকদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুম, বাগান, অফিস, বাড়ি-ঘর-আঙ্গিনা, ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন ও জন সচেতনতা সৃষ্টিসহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।
অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিমউদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ডেঙ্গু এখন অনেকটা মহামারি আকার ধারণ করছে। সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে হবে। প্রয়োজনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দিয়ে হলেও সব ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবককে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত করতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব কার্যক্রমকে সহায়তার আহ্বান জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।