নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তারুণ্যের উচ্ছ্বাস ও হাজার হাজার কণ্ঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম উচ্চারিত হওয়ার মধ্যদিয়ে সাকিবকে নগর স্মারক চাবি তুলে দিলেন ক্রীড়াবান্ধব সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে সাকিব আল হাসানের এ সংবর্ধনায় তরুণ ও কিশোর ক্ষুদে ক্রিকেটারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় সাকিব উপস্থিত সবার উদ্দেশে বলেন, চট্টগ্রাম আমার প্রাণের শহর। চট্টগ্রামকে আমি অত্যন্ত ভালবাসি। চট্টগ্রামবাসীও আমাকে অত্যন্ত ভালবাসে। আজকের এ উপস্থিতি তাই প্রমাণ করে। এখান থেকে হয়েছে আমার ডেব্যু। চট্টগ্রাম নগরীর দিনে দিনে যেভাবে উন্নয়ন হচ্ছে তা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আমাকে যারা সংবর্ধনা দেয়ার জন্য যে পরিশ্রম করে গেছেন তাতে সবাইকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি ধন্যবাদ জানাই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকেও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।