Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১০:০৭ এএম

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মো. আরমানের (২৫) বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নে। প্রতিবেশী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে থানায়।

র‌্যাব কর্মকর্তা তারেক আজিজ বলেন, “আরমানের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে মেহেরআটি গ্রামে অভিযানে যায়।

“এ সময় সেখানে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

“পরে সেখানে আরমানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় এবং একটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

এএসপি তারেক বলেন, গত ১৯ জুলাই রাতে জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

পরে প্রতিবেশীরা ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ওই ঘটনায় মেয়েটির বাবা পটিয়া থানায় আরমান ও তার ছোট ভাই ইমরানের বিরুদ্ধে মামলা করেন।

ইমরানকেও আইন-শৃঙ্খলা বাহিনী খুঁজছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক তারেক আজিজ জানান।



 

Show all comments
  • M N Ahmed ৩০ জুলাই, ২০১৯, ১২:৫৮ পিএম says : 0
    Why a rape case criminal d killed in gun fight? Who made police kill him?? Who financed???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ