Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়র আতিকুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০০ এএম


এডিস মশার সংক্রমণ থেকে বাঁচতে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে মশারি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। গতকাল সোমবার সোহরাওয়ার্দী হাসপাতাল এবং শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান।
এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে মশারি তুলে দেন।
আতিকুল ইসলাম ডেঙ্গু আক্রান্ত বেশ কযেকজন রোগীর সঙ্গে কথা বলেন। তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালগুলোতে নির্ধারিত ফি এর অতিরিক্ত নেয়া যাবে না। ডেঙ্গু রোগী নিযে কোনো বাণিজ্য করা যাবে না। আক্রান্ত রোগীদের থেকে ডেঙ্গু যাতে অন্যদের সংক্রমিত না করে সেজন্য মেয়র আতিকুল ইসলাম ৫০০ মশারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহরাওযার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়–য়া, ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ