Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছরাঙা টেলিভিশনে তিন নতুন কার্টুন সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

শিশুদের সবচাইতে পছন্দের টিভি বিনোদন কার্টুন সিরিজ। মাছরাঙা টেলিভিশন বরাবরই শিশুদের জন্য কার্টুন সিরিজ প্রচারে প্রাধান্য দিয়েছে। বাংলায় ডাবিংকৃত ‘মোটু পাতলু’ এবং ‘শিবা’ কার্টুন সিরিজগুলো প্রচার করে ইতোমধ্যে শিশুদের মন জয় করেছে চ্যানেলটি। কার্টুনপ্রিয় শিশুদের জন্য এবার আরো বড় আনন্দ সংবাদ নিয়ে আসছে তারা। একসঙ্গে তিনটি নতুন কার্টুন সিরিজ উপহার দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। কার্টুনগুলো হলো, ‘গাট্টু বাট্টু’, ‘চাচা ভাতিজা’ এবং ‘ভীর দ্য রোবট বয়’। বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় এই কার্টুন সিরিজগুলো ১ আগস্ট থেকে দেখা যাবে মাছরাঙা’র পর্দায়। শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৫ টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রচারিত হবে এই তিন কার্টুন সিরিজ। সেই সাথে ‘মোটু পাতলু’ এবং ‘শিবা’ প্রচারিত হবে আগের নিয়মে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ