Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপাশা বসুকে বস মানেন স্বামী করণ সিং গ্রোভার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করে অভিনেতা করণ সিং গ্রোভার যে শুধু একজন স্ত্রী পেয়েছেন তা নয়, সঙ্গে পেয়েছেন একজন ভাল বন্ধু আর একজন বস। করণ অন্তত তাই মনে করেন। “বিপাশা আমার ঘনিষ্ঠতম বন্ধু আর আমি তাকে আমার বস মনে করি, যত নারীর সঙ্গে আমার দেখা হয়েছে আমার বিবেচনায় তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালীদের মধ্যে একজন। সে কাজ আর সংসারের মধ্যে এতো ভারসাম্য বজায় রেখে চলতে পারে যা আমি কল্পনাই করতে পারি না। “নিশ্চিত করে তার মধ্যে বস হবার দক্ষতা আছে আর আমি তার হুকুম মানা পছন্দ করি। আসলে তা আমাকে করতেই হয়,” করণ রসিকতা করে বলেন। ২০১৫তে ‘অ্যালোন’ ফিল্মে কাজ করার সময় সহশিল্পী করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা বসু। ২০১৬’র ৩০ এপ্রিল তারা বিয়ে করেন। বিপাশার ‘আদত’ এই বছর মুক্তি পাবে; ‘অ্যালোন’-এর পর এটিই তার প্রথম ফিল্ম। করণ অল্টবালাজির ‘বস : বাপ অফ স্পেশাল সার্ভিসেস’ ওয়েব সিরিজ নিয়ে আসছেন। এই মিস্ট্রি থ্রিলার সিরিজে তিনি একজন ছদ্মবেশী পুলিশ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন যে নরহত্যার কেসের তদন্ত করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ