Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এপ্রিলে বিয়ে করছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অভিনেতা করণ সিং গ্রোভার এখন আইনগতভাবে একা। অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের তার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার ‘অ্যালোন’ চলচ্চিত্রের সহ-শিল্পী বিপাশা বসুর সঙ্গে তার কথিত রোমান্সের বিষয় এখন আলোচনার কেন্দ্রে আছে। এমনকি তাদের বিয়ে নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।
গুজব রটেছে এই মার্চেই তাদের বাগদান হবে। প্রাসঙ্গিকভাবে তাদের বিয়ে নিয়েও গুঞ্জন চলছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এর পরের মাসেই তাদের বিয়ে হবে।
একটি অনলাইন সংবাদ সূত্র জানিয়েছে, তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবার জন্য তারা করণের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ছিলেন। এখন যেহেতু তা আইনি রূপ পেয়েছে বাগদান বা বিয়েতে আর বাধা নেই।
সূত্র আরও জানিয়েছে এই এপ্রিলেই তারা বিয়ে করছেন। আর, তারা সম্ভবত গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এপ্রিলে বিয়ে করছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ