Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে আধাবেলা হরতাল পালিত

স্টাফ রিপোর্টার পাবনা থেকে | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:৩২ পিএম

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঈশ্বরদীতে আজ সোমবার (২৯ জুলাই) আধাবেলা হরতাল পালিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এই হরতালের ডাক দেওয়া হয়।

এদিকে আজ সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলাকালে ঈশ্বরদী শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল। হরতালের সমর্থনে ঈশ্বরদী রেলগেটসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন আহ্বানকারীরা।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ