Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐতিহ্যের জার্সিতে বার্সা

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আবারো পুরাতন ঐতিহ্যে ফিরছে বার্সেলোনা। আগামী ২০১৬/১৭ মৌসুমে লাল-নীল রঙে খাড়া ডোরাকাটা জার্সিতে খেলবে কাতালান ক্লাবটি। ডোরাকাটার মধ্যে একই রঙ্গের হালকা দাগও আছে নতুন এই জার্সিতে। লিগ ও কোপা দেল রে জয়ের পথে এবার তারা খেলেছিল একই রঙের আড়াআড়ি ডোরাকাটা জার্সিতে। গতকাল ক্লাবটির ওয়েব পেজে মেসি, ইনিয়েস্তা, নেইমার, পিকে, সুয়ারেজদের দেখা যায় নতুন এই জার্সি পরে পোজ নিতে। নতুন এই জার্সির হাতা গাড় নীল। ঘাড়ের উপরের প্রান্তে ডোরাকাটা আছে, যে নকশাটা ছিল ১৯৯২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে সাম্পদোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাতালান জার্সিতে। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জার্সির সামনের দিকে কোন স্পন্সরের নাম নেই। ২০১২ সালে প্রথম তারা কাতার ফাইন্ডেশনের সাথে যুক্ত হয়। এর আগে কোন স্পন্সরশিপ নেয়নি স্প্যানিশ জায়ান্ট খ্যাত দলের জার্সিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐতিহ্যের জার্সিতে বার্সা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ