Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানবিরোধী মার্কিন জোটে যোগ দেবে না জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে আমেরিকা তার জোরালো বিরোধিতা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনা দূর করার জন্য কূটনৈতিক উদ্যোগের প্রতি গুরুত্ব দিয়েছেন। জার্মানির আঞ্চলিক মিডিয়া গ্রুপ ফোংকে-কে দেয়া সাক্ষাৎকার হেইকো মাস বলেন, ইরান-বিরোধী মার্কিন নীতির যে চিত্র তা অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, ইরান-বিরোধী এ জোটে বার্লিন যোগ দেবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের স্থানীয় অংশগ্রহণ অবশ্যই হবে ইউরোপীয় অব্স্থান। সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন কৌশলে আমরা যোগ দেব না।” ইরানের কথিত হুমকি মোকাবেলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে আমেরিকা একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে তবে এখন পর্যন্ত মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায় নি। গত ৯ জুলাই আমেরিকা এমন জোট গঠনের প্রস্তাব দেয়। এরইমধ্যে জাপান ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না। মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানবিরোধী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ