Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ডিসেম্বরে যোগদান করেন ‘ঘুষের ৮০ লাখ টাকাসহ’ গ্রেফতার পার্থ গোপাল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ৭:১৭ পিএম

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক
গত ডিসেম্বরে সিলেটে যোগদান করেন। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।
সেই ঘটনায় আজ রোববার (২৮ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।
পার্থ বণিকের সাথে আজ রোববার কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককেও জিজ্ঞাসাবাদ করে দুদক।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ রোববার বিকালে রাজধানীর ধানম-ির ভূতের গলি এলাকায় তার বাসায় ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল বাসায় অভিযান চালায়। ওই সময় বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ