Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বেকার ভাতা চান না সুইস নাগরিকরা

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের প্রত্যেক নাগরিকের জন্য কোনো কাজ ছাড়াই বেকার ভাতা দেয়ার এক প্রস্তাবের বিরুদ্ধে রায় দিয়েছেন সুইজারল্যান্ডের নাগরিকরা। গত রবিবার এ বিষয়ে এক গণভোট অনুষ্ঠিত হয়। এতে এ প্রস্তাবের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছেন। ওই প্রস্তাবে সুইজারল্যান্ডের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য আড়াই হাজার সুইস মুদ্রা ও প্রত্যেক শিশুর জন্য ৬২৫ মুদ্রা ভাতা দেয়ার প্রস্তাব করা হয়। প্রস্তাবের বিরোধিতাকারীরা মনে করেন, এতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ পড়বে ও অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। এই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এমন এক শিল্পী বলেন, শুধু টাকার জন্য কাজ করতে না হলে আমার মতো অনেকেই নিজের আগ্রহ নিয়ে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। না ভোট দিয়েছেন এমন এক নারী বলেন, মৌলিক চাহিদাগুলো কোনও কাজ না করেই পূরণ হয়ে গেলে নাগরিকরা আর সমাজের জন্য দায়িত্ব বোধ করবেন না। এতে সমাজের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত, বেসিক ইনকাম নামের একটি সুইস ক্যাম্পেইন গ্রুপ গত কিছুদিন ধরেই বিভিন্ন অভিনব কায়দায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে এক বিশাল মাঠের সমান পোস্টার বানিয়ে সাঁটা হয়েছিলো জেনেভাতে। ওই পোস্টারে লেখা ছিলো  কেউ  যদি আপনার আয়ের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আপনি কী করবেন? তাদের দাবি, একুশ শতকে যখন বেশিরভাগ কাজই রোবটদের হাতে চলে গেছে, তখন কর্মীদের জন্য কাজ রয়েছে খুব সামান্যই। তাই তারা রাষ্ট্রের কাছে সবার জন্য বেতনের নিশ্চয়তা দাবি করছেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেকার ভাতা চান না সুইস নাগরিকরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ