মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ওমরাহযাত্রীদের সর্বত্তোম সেবা দেয়ার আশ্বাস দিয়েছেন সউদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফ। পাশাপাশি ওমরাহ পালনের সময় পবিত্র ঘরের মেহমানদের সার্বিক নিরাপত্তা প্রদান ও তাদের জন্য আরামদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। যুবরাজ স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহর মেহমানদের সর্বোত্তম সেবা দেয়া রাজ্যের ঐতিহ্যগত প্রথা। পবিত্র রমজান মাসে লাখ লাখ ওমরাহযাত্রীকে বরণ করে নিতে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। নায়েফ মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সালের উপস্থিতিতে ওমরাহ মৌসুমে যাত্রীদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেছেন। হজ ও ওমরাহ বিষয়ক বিশেষ বাহিনীর প্রধান ব্রি. আব্দুল্লাহ আল গাফিজ জানান, পবিত্র মসজিদে ৫০ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।