মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তেজনা সত্ত্বেও সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা কম
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো যাচ্ছে না। দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নেবে বলে মনে হয় না। তবে অনেকে মস্কো ও আঙ্কারার মধ্যে প্রক্সি যুদ্ধের আশঙ্কা করছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের নভেম্বরে রুশ জঙ্গি বিমান ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকে দেশ দুটির মধ্যে একপ্রকার নিয়ন্ত্রিত উত্তেজনা চলছে। তুরস্কের দাবি, রুশ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। আঙ্কারার এই দাবি নাকচ করে আসছে মস্কো। বিমান ভূপাতিত করার পর থেকেই মস্কো ও আঙ্কারার মধ্যে তীব্র বাগ্যুদ্ধ লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহেও তাদের মধ্যে একচোট হয়ে গেছে। রাশিয়া ও তুরস্কের মধ্যে এই বিরোধ কত দিন চলবে বা তারা সম্পর্কোন্নয়নে উদ্যোগী হবে কিনা তা দেখার বিষয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে চান। কিন্তু এক্ষেত্রে মস্কো কোন ধরনের প্রথম উদ্যোগ আশা করছে তা বুঝতে পারছেন না তিনি। অবশ্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্পষ্ট করেছেন, মস্কো চায় বিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুক। একই সঙ্গে ক্ষতিপূরণও দিক। তবে আঙ্কারা তেমনটা করবে বলে মনে হয় না। কূটনৈতিক বিশেষজ্ঞ সেমিহ ইদিজের মতে, সম্পর্কোন্নয়নে তুরস্ক পদক্ষেপ নিতে চায়। কিন্তু তা পিছু হটে নয়। ক্ষমা চাওয়ার ব্যাপারে তুরস্কের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই। মস্কোর দাবি অনুয়ায়ী আঙ্কারা ক্ষমা চাইবে বলে মনে হয় না। এরদোয়ানের ক্ষমা চাওয়ার সম্ভাবনা দেখেন না যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের সোনের ক্যাগাপটেও। অনেকে মনে করেন, এরদোগান প্রকাশ্যে ক্ষমা চাইলে নিজ দেশে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তিনি। শিক্ষাবিদ আহমেদ কাসিম হান মনে করেন, এরদোগান বা দেশটির ক্ষমতাসীন দল এমন ঝুঁকি নেবে না। তুরস্কের সীমান্তবর্তী উত্তর সিরিয়ায় কার্যত নো-ফ্লাই জোন কার্যকর করে রেখেছে রাশিয়া। ফলে সিরিয়ার বিদ্রোহীদের বিমান-সমর্থন দেওয়ার সক্ষমতা হারিয়েছে তুরস্ক। বিবিসি অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।