Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোস্ট শেয়ার করে মাদারীপুরে কলেজছাত্র আটক

মহানবী সা. কে নিয়ে কটুক্তি

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

কোরআন ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে নিয়ে কট‚ক্তি করে ফেসবুকের পোস্ট শেয়ার করে ধর্মীয় উস্কানী দেয়ার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে সৈকত ঢালী নামের ওই কলেজছাত্রকে আটক করে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। আটককৃত সৈকত ঢালী কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতবাড়ী গ্রামের খোকন ঢালীর ছেলে।

ডাসার থানা পুলিশ সূত্রে জানা যায়, ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সৈকত ঢালী কোরআন ও নবীকে নিয়ে কট‚ক্তি করা একটি তথ্য অন্যজনের ফেসবুক থেকে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে শেয়ার করে। একই সাথে কলেজে বিষয়টি নিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি মুর্হুতের মধ্যে ছড়িয়ে পড়লে কলেজের অন্য শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে মারধরের চেষ্টা করে। পরে ডাসার থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। এই ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ মিছিল করে তার বহিস্কার দাবী করেন। পরে কলেজ কর্তৃপক্ষ সৈকত ঢালীকে মৌখিকভাবে কলেজ থেকে বহিস্কারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

এব্যাপারে ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম বলেন, আমি ব্যক্তিগত কারণে ছুটিতে আছি। ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কলেজের অন্য শিক্ষকদের বলে দিয়েছি।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, বিষয়টি জেনে ডাসার থানা পুলিশ তাৎক্ষণিক সৈকত ঢালীকে আটক করে। সৈকত ঢালীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ