Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় বিদেশি পিস্তলসহ কলেজছাত্র আটক

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ায় দুটি বিদেশি পিস্তলসহ তিতাস (১৯) নামের এক কলেজছাত্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার ও পুঠিয়া থানা পুলিশ। আটক তিতাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরশেদ আলীর ছেলে ও শিবগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র। পুঠিয়া মাদক নিয়šণ অফিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের উদ্দেশ্যে রাজশাহী খ সার্কেলে মাদক পরিদর্শক মোস্তফা জামান ও তাঁর রেইডিং পার্টির সদস্যরা এবং পুঠিয়া থানা পুলিশের এসআই আসাদুজ্জামান ও তাঁর ফোর্স উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর ভাংড়া ঢালানের কাছে নবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহন কোচটির তল্ল­াশি চালিয়ে সিটে বসা তিতাস এর দুই প্যান্টের পকেটের ভিতর দুটি আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের পিস্তল, চারটি ম্যাগজিন ও দশ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তিতাসকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঠিয়ায় বিদেশি পিস্তলসহ কলেজছাত্র আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ