বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম বলেছেন, কুড়িগ্রাম সব সময় বন্যাতে ক্ষতিগ্রস্থ হয়। তবে এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা যেটা আশা করবো যে সরকার এই এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষনা করবে এবং জনগণের পাশে দাঁড়াবে। দুর্ভাগ্য হচ্ছে যে এই সরকারের যেহেতু কোন দায় দায়িত্ব নেই। জনগণের দ্বারা তারা নির্বাচিত নয়। সেই কারনে এই দুর্গত মানুষের পাশে দাড়াতে এখন পর্যন্ত তাদের দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। এ বিষয়ে সরকারের মন্ত্রীরা, এমপিরা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় না। আমরা মানুষের পাশে ছিলাম এখনও মানুষের পাশে আছি বলেই সীমিত শক্তি নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি।
বিএনপি’র চেয়ার পারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় মানুষের জন্য ভাবতেন। সেই নেত্রী গত ১৭ মাস ধরে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় আছেন। সেকারনে আমরা সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য।
এ সময় বিএনপি’র পল্টন কার্যালয় গুজবের কারখানা’ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাদেরের বক্তব্যের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, এ সমস্ত কথাকে আমরা গুরুত্ব দেই না। ওনারা কে কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না। তারা সত্য কথাতো বলেন না এবং জনগণের পাশেও তারা নেই। জনগণের অধিকারগুলো কেড়ে নিয়ে তারা জোর করে ক্ষমতায় বসে আছেন।
বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী ভোগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবার উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম, সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।