মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে তেহরানের গাড়ির বাজারে ঢুকতে আমেরিকার সামনে কোনো ধরনের বাধা নেই। এ কথা বলেছেন, তেহরান চেম্বার অব কমার্সের সদস্য মোহাম্মাদ রেজা নাজাফমানেশ। তিনি বলেন, মার্কিন গাড়ি নির্মাতারা যদি ইরানে মাানিয়ে নিতে পারেন তাহলে তাদের এখানে সহযোগিতা করতে কোনো সমস্যা নেই। তিনি আরো বলেন, মার্কিন পণ্য বিশেষ করে ভোগ্যপণ্য আমদানি করার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা বড় কোনো ইস্যু হবে না। নাজাফমানেশ বলেন, আগামী মাসে প্রেসিডেন্ট হাসান রুহানি ফ্রান্স সফরে যেতে পারেন এবং সেই সফরের সময় ফরাসি গাড়ি কোম্পানি পেজো ও রেনোর সঙ্গে সম্ভবত চুক্তি হবে। তিনি জানান, ইরানে বেশিরভাগ গাড়ি তৈরি হয় ফ্রান্সের এই দুটি কোম্পানির যৌথ সহযোগিতায়। ইরানের এ ব্যবসায়ী নেতা আরো জানান, যেসব গাড়ি কোম্পানি আসবে তাদের প্রস্তুতকৃত গাড়ির শতকরা ৩০ ভাগ বিদেশে রপ্তানি করতে হবে।গত ১৪ জুলাই ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হয়। সে অনুযায়ী শিগগিরি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।