Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারানান্দোকে ফেরালেন শফিউল

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ৩:২৫ পিএম

রিভিউ হারানোর ওভারের পঞ্চম বলে ফার্নান্দোকে দ্বিতীয় স্লিপে সৌম্যর হাতে তুলে দিয়ে প্রথম উইকেটের পতন ঘটান এই পেসার। ফেরার আগে তিনি ৭ রান করেন। করুনারত্নে ৩ রানে ও কুশল ০ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১০ রান।

রিভিউ হারাল বাংলাদেশ

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই লেগফিারের জন্য জোড়ালো আবেদন করেন বোলার শফিউল। কিন্তুৃ আম্পায়ার তাতে সাড়া না দেয়ায় তামিমকে রিভিউ নিতে অনুরোধ জানান। পরে রিভিউতে দেখা য়ায়, বলটি পিচ করেছে অফস্ট্যাম্পের বাইরে এবং আঘাত হেনেছে লেগ স্ট্যাম্পের বাইরে। তাতে্ে িঅনর্থক রিভিউ খোয়ায় বাংলাদেশ।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপটা টাইগারদের মোটেও ভালো যায়নি। সে ব্যর্থতা ঢাকার মিশনে এবার শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে এদিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। লঙ্কান অধিনায়ক দিমুথ কারুনারত্নে টস জিতে বেছে নিয়েছেন ব্যাটিং। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েই মূল একাদশে সুযোগ করে নিয়েছেন পেসার শফিউল ইসলাম। অন্যদিকে লঙ্কানরা তাদের একাদশে রেখেছে চার পেসার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাসুথ, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, রুয়ান প্রদিপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।

মালিঙ্গার শেষ ম্যাচ

এই সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন লঙ্কান ইতিহাসের অন্যতম সেরা পেসার লাথিস মালিঙ্গা। মালিঙ্গার বিদায়ী ম্যাচ বলে কলম্বোয় সব আলো তাকে ঘিরেই। এরমধ্যেও লাগানো হয়েছে বিশাল সব প্লাকার্ড। প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকেট এরমধ্যেই বিক্রি হয়ে গেছে। ম্যাচের একদিন আগে অধিনায়ক করুণারত্নেও জানিয়েছিলেন, মালিঙ্গার শেষ ম্যাচ জয়ে রাঙাতে চান তারা।

জয়ে চোখ বা্ংলাদেশের

চোটের কারণে নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সহ-অধিনায়ক সাকিব আল হাসানও নেই ব্যক্তিগত কারণে। বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, সিরিজ জয়ে চোখ থাকলেও আপাতত দলের লক্ষ্য প্রথম ম্যাচ জয়। সেটির জন্য আগে ব্যাটিং হোক বা বোলিং, শুরুটা ভালো করতে চায় তার দল।

পরিসংখ্যান:

মোটম্যাচ: ৪৫

শ্রীলঙ্কা জয়ী: ৩৬

বাংলাদেশ জয়ী: ৭

পরিত্যক্ত: ২



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ২০১৯

৩১ জুলাই, ২০১৯
৩১ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ