Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত : আহত-৫

কুড়িগ্রাম | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ৩:১২ পিএম

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদ্রাসা মোড়ে বাসের ধাক্কায় অটো আরোহী ৪ জন মারা গেছে। আহত হয়েছে আরো ৫জন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ দূর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাপাতালে এসে আহতদের খোঁজ-খবর নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে যাত্রীসহ ব্যাটারী চালিত অটোরিক্সা কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এসময় রংপুর থেকে কুড়িগ্রামগামী কুমিল্লা-জ ১১-০০১০ অর্পণ নামে মিনিবাসটি পিছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আরো ৩জন মারা যায়। এনিয়ে ৪জন মৃত: এবং আহত আরো ৫জনের মধ্যে ৪জন কুড়িগ্রাম সদর হাসপাতালে অপর ১জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ