মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থানার ভেতরে হিন্দি গানের তালে নাচের ভিডিও ধারণের পর সেটি ভাইরাল হয়ে যাওয়ায় চাকরি হারালেন এক নারী পুলিশ সদস্য। এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাট প্রদেশের মেহসানা জেলার ল্যাংনাজ পুলিশ স্টেশনে। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মেহসানার ল্যাংনাজ থানার ভেতরে অর্পিতা চৌধুরী নামের এক নারী পুলিশ সদস্য ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে একটি হিন্দি গান বাজিয়ে নাচেন। তার নাচের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপর ভাইরাল হয় সেটি। এর পরই গোটা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
গত বুধবার সাসপেন্ড করা হয় ওই পুলিশকর্মীকে। ভিডিওতে দেখা যায়, থানার লক আপের সামনে নাচের ভিডিও করছেন অর্পিতা। মেহসানা জেলা পুলিশের ডেপুটি সুপার মানজিথা ভানজরা বলেন, ‘অর্পিতা চৌধুরী আইন লঙ্ঘন করেছেন। তিনি ডিউটিতে থাকাকালীন ইউনিফর্ম পরেননি। দ্বিতীয়ত, ল্যাংনাজ পুলিশ স্টেশনের ভেতরে তিনি একটি ভিডিও শুটিং করেছেন। পুলিশ কর্মকর্তাদের নিয়ম মেনে চলা উচিত; যা তিনি করেননি। এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।