নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিকেটে একটা সময় গেছে যখন বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই নিরুত্তাপ লড়াইয়ে সমাপ্তি। তবে সময়টা বদলেছে। এখন দু’দলের লড়াইয়ে এগিয়ে রাখতে হয় উল্টো বাংলাদেশকেই। সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারতেœর কথায় তেনই আভাস পাওয়া গেল। নিজেদের মাঠের সুবিধা নিয়েও যথেষ্ঠ আতঙ্কে আছেন লঙ্কান দলপতি। তাইতো বললেন, নিজেদের সেরাটাই দিতে হবে জিততে হলে।
বাংলাদেশ ক্রিকেট দলের ভূয়সী প্রসংশা করেন করুণারতে। বাংলাদেশ দলের গত কয়েক বছরের পারফরমেন্সে বিশ্বের সব দলেরই নতুন করে ভাবতে হয়েছে টাইগারদের নিয়ে। শ্রীলঙ্কাও তার ব্যতিক্রম নয়। এবারের সিরিজে ছুটিতে থাকা সাকিবেরও প্রসংশা করেন লঙ্কান দলপতি, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। সাবিক বিশ্বকাপে দারুণ খেলেছে। তারা অনেক ভালো দল।’
বাংলাদেশের বিপক্ষে গত বিশ্বকাপে আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব নিজেদের ফেবারিট দাবি করেছিলেন। তাছাড়া ইঙ্গিতে টাইগারদের ছোট দলও বলেছিলেন তিনি। লঙ্কান অধিনায়ক বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন কিনা প্রসঙ্গে করুণারতেœ বলেন, ‘বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে। কোন দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মাঠে খেলব।’
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৪৫ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে ৩৬ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। বিপরীতে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ। দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছে। তবে শেষ পাঁচ ম্যাচের হিসেবে দু’দলই আছে সমান অবস্থানে। একটি নিষ্পত্তিবিহীন ম্যাচবাদে উভয় দলই দুটি করে ম্যাচ জিতেছে। তাই ম্যাচের লড়াইটা সমানে সমানেই হওয়ার আশা করা যায়।
শ্রীলঙ্কার হয়ে দীর্ঘদিন দলকে অনেক জয় এনে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। তার বিদায়ী ম্যাচ প্রসঙ্গে করুণারতেœ তাকে লিজেন্ড সম্ভোধন করেন। মালিঙ্গার বিদায়ী ম্যাচে জয় নিয়েই ফিরতে চান বলে জানিয়েছেন লঙ্কান অধিনায়ক, ‘মালিঙ্গা দলের জন্য একজন সম্পদ। সে একজন লিজেন্ড। তার বিদায়ের ম্যাচে তাকে আমরা জয় উপহার দিতে চাই।’
সদ্য সমাপ্ত বিশ্বকাপে কখনও ভালো, আবার কখনও খারাপ খেলেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের কোচ হাথুরুসিংহে এবার ছায়া কোচ হিসেবেই দ্বায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন করুণারতেœ। বরং তার লক্ষ্য ভালো খেলা, ‘বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। কখনও ভালো খেলেছি, কখনও খারাপ খেলেছি। কোচের ব্যাপারে আমার কিছু জানা নেই। আমরা বিশ্বকাপের মতো ই পরিকল্পনা নিয়ে মাঠে নামবো। আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা।’
ওয়ানডে
বাংলাদেশ ৭ র্যাঙ্কিং ৮ শ্রীলঙ্কা
মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা টাই/পরি.
৪৫ ৭ ৩৬ ০/২
সর্বাধিক ম্যাচ
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ২৭টি
শ্রীলঙ্কা : কুমার সাঙ্গাকারা, ৩১টি
অধিনায়ক হিসেবে
বাংলাদেশ : হাবিবুল বাশার, ৯টি
শ্রীলঙ্কা : মাহেলা জয়াবর্ধনে, ১৪টি
সর্বোচ্চ দলীয়
বাংলাদেশ : ৩২৪/৫, ডাম্বুলা ২০১৭
শ্রীলঙ্কা : ৩৫৭/৯, লাহোর ২০০৮
সর্বনি¤œ দলীয়
বাংলাদেশ : ৭৬, কলম্বো ২০০২
শ্রীলঙ্কা : ১২৪, দুবাই ২০১৫
বড় জয়
বাংলাদেশ : ১৬৩ রানে এবং ৫ উইকেটে
শ্রীলঙ্কা : ১৯৮ রানে এবং ১০ উইকেটে
সর্বাধিক রান
বাংলাদেশ : তামিম ইকবাল, ২১ ম্যাচে ৬৪৫
শ্রীলঙ্কা : কুমার সাঙ্গাকারা, ৩১ ম্যাচে ১২০৬
সেরা ইনিংস
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ১৫০ বলে ১৪৪
শ্রীলঙ্কা : তিলকরতেœ দিলশান, ১৪৬ বলে ১৬১*
সর্বাধিক সেঞ্চুরি
বাংলাদেশ : তামিম ইকবাল, ২১ ম্যাচে ২টি
শ্রীলঙ্কা : কুমার সাঙ্গাকারা, ৩১ ম্যাচে ৫টি
সর্বাধিক ফিফটি
বাংলাদেশ : সাকিব/তামিম ২২/২১ ম্যাচে, ৬টি
শ্রীলঙ্কা : কুমার সাঙ্গাকারা, ৩১ ম্যাচে ১১টি
সেরা জুটি
বাংলাদেশ : তামিম/সাকিব ১৪৪ (৪র্থ উই.), ডাম্বুলা ২০১৭
শ্রীলঙ্কা : থারাঙ্গা/মাহেলা ২১৫ (১ম উই.), ঢাকা ২০১০
সর্বাধিক উইকেট
বাংলাদেশ : মাশরাফি মুর্তজা, ২২ ম্যাচে ২৬টি
শ্রীলঙ্কা : মুত্তিয়া মুরালিধরন, ১৭ ম্যাচে ৩১টি
সেরা বোলিং
বাংলাদেশ : আব্দুর রাজ্জাক, ১০-০-৬২-৫
শ্রীলঙ্কা : চামিন্দা ভাস, ৯.১-২-২৫-৬
সর্বাধিক ৪ উইকেট
বাংলাদেশ : রুবেল হোসেন, ১৫ ম্যাচে ২বার
শ্রীলঙ্কা : জয়সুরিয়া/মুরালি, ২২/১৭ ম্যাচে ২বার
সর্বাধিক ক্যাচ
বাংলাদেশ : মাহমুদউল্লাহ/তামিম, ২৪/২২ ম্যাচে ১০টি
শ্রীলঙ্কা : মাহেলা জয়াবর্ধনে, ২৬ ম্যাচে ১৮টি
সর্বাধিক ডিসমিসাল
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ২৭ ম্যাচে ২১টি
শ্রীলঙ্কা : কুমার সাঙ্গাকারা, ৩১ ম্যাচে ৪৯টি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।