নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার দিবাগত রাতে চীন গেলেন বাংলাদেশের চার বডিবিল্ডার। শুক্রবার চীনের হার্বিনে ৪০ দেশের বডিবিল্ডারদের অংশগ্রহনে শুরু হবে চার দিনব্যাপী এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের সদস্যরা হলেন- আনোয়ার হোসেন, রঞ্জিত চন্দ্র সরকার, রুসলান মোহাম্মদ হোসেন ও এম রফিকুল ইসলাম। এদের মধ্যে প্রো-ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী আনোয়ার হোসেন অংশ নেবেন ক্ল্যাসিক বডিবিল্ডিং অ্যান্ড মেন্স ফিজিক ইভেন্টে, প্রো-ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী রঞ্জিত চন্দ্র সরকার অংশ নেবেন মেন্স বডিবিল্ডিং ইভেন্টে, একই টুর্নামেন্টে রুপা জয়ী এম রফিকুল ইসলাম লড়বেন মেন্স মাস্টার বডিবিল্ডিং ইভেন্টে। তবে রুসলান মোহাম্মদ হোসেন প্রথমবার বড় আসরে খেলতে যাচ্ছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গণে বডিবিল্ডিং খুবই জনপ্রিয় একটি ডিসিপ্লিন। আমাদের ছেলেরা দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে পদক জয় করছে। তবে ৪০ দেশের বডিবিল্ডারদের এই আসরে আমাদের লক্ষ্য থাকবে ভালো নৈপূণ্য প্রদর্শণ করা।’ খেলা শেষে ৩০ জুলাই দেশে ফিরবে দলটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।