প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবÑএর ২৪তম আসর অনুষ্ঠিত হবে অক্টোবরে। এই উৎসবের একটি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন নির্মাতা নূহাশ হুমায়ূন। প্রোগামটির নাম এশিয়ান ফিল্ম একাডেমি। প্রোগ্রাটি মূলত চলচ্চিত্র শিক্ষা বিষয়ক। এখানে এশিয়ার প্রতিষ্ঠিত এবং উঠতি নির্মাতা ও চলচ্চিত্রকাররা অংশ নেন। তারা তাদের কাজ এবং ভাবনার আদান-প্রদান করেন। বুসানের ২৪তম আসর অনুষ্ঠিত হওয়ার আগেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়ান ফিল্ম একাডেমি প্রোগ্রাম। এবার অসংখ্য চলচ্চিত্রকারদের আবেদনের মধ্য থেকে ২৫ জন টিকেছেন প্রোগ্রামে। তাদের মধ্যে নূহাশ একজন। নূহাশ বলেন, আমি সেপ্টেম্বরে প্রোগ্রামে অংশ নিতে যাব। এক মাসের মতো থাকব সেখানে। আমার যে ২৫ জন টিকেছি, তাদের মধ্যে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কাজ ও ভাবনার আদান প্রদান হবে। অনেকগুলো ওয়ার্কশপ হবে। দুটি দলে ভাগ হয়ে আমাদের দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে হবে। যেটি বুসানের মূল আসরে প্রদর্শিত হবে। সেই সঙ্গে একটি সিনেমার প্রজেক্ট কীভাবে আন্তর্জাতিক প্রযোজকদের সামনে উপস্থাপন (পিচ) করতে হয়, সেই বিষয়টিও শেখানো হবে প্রোগ্রামে। উল্লেখ্য, ইতি তোমার ঢাকা অমনিবাস সিনেমা নিয়ে নূহাশ প্রথম যান বুসান ফিল্ম ফেস্টিভালে। ২০১৮ সালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল বুসানে। সেটি ছিল সিনেমার কোনো আন্তর্জাতিক আসরে নুহাশের প্রথম পদচারণা। আর এবার তিনি যুক্ত হলেন চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক প্রোগ্রামে। নূহাশ এখন পর্যন্ত নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা পেপার ফ্রগ, টেলিফিল্ম হোটেল অ্যালবাট্রস, অমনিবাস চলচ্চিত্র ইতি, তোমার ঢাকার একটি অংশ, ওয়েব ড্রামা ৭০০ টাকা এবং পিৎজা ভাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।