ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩জন এবং বালিয়াডাঙ্গীতে ১জন বজ্রপাতে নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৩ জন।
রাণীশংকৈল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ সুত্রে জানাগেছে, রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের মুন্সুর আলীর ছেলে আবু সাঈদ (১৩), জগদল গ্রামের মৃত বাদশা মোহাম্মদের ছেলে নূরুল ইসলাম (৪৩) একই গ্রামের করিমের ছেলে রবিউল ইসলাম (২২) মঙ্গলবার দুপুর ২টায় বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজ করার সসয় তাবা বজ্রপাতে মারা যায়।
এদিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দালাল বস্তি গ্রামের শরিফ উদ্দীনের ছেলে আব্দুল জব্বার(৪৫) একই ঘটনায় একই সময় নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৩ জন ব্যক্তি। আহতরা ঠাকুরগাঁও সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে সুত্রে জানাগেছে।
এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা জানান, তিনি ইতো মধ্যেই ঘটনা সস্থল পরিদর্শন করে নিহত পরিবারদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। এ সময় পি,আই,ও অফিসের প্রকৌশল তাজউদ্দীন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।