Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে দিনে দুপুরে মৎস্য ঘের ব্যবসায়ীকে হত্যা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৪:১৪ পিএম

যশোরে বুধবার দুপুরে ইমরুজ হোসেন (২৮) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে গুলী করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার বাড়ি শহরতলী ভাতুড়িয়া গ্রামে। 

স্থানীয় সূত্র জানায়, যশোর সদর উপজেলার হরিণার বিলে ইমরুজের একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে বুধবার সকালে শহরের চাঁচড়া এলাকার কতিপয় সন্ত্রাসী ভ্রাম্যমান পতিতা নিয়ে যায়। সেখানে ইমরুজের ছোট ভাই ইসরাজুল তাদের অসামাজিক কার্যকলাপে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ফিরে আসে।
দুপুর পৌণে ১টার দিকে ৪/৫টি মোটরসাইকেল যোগে ৭/৮জন চিহ্নিত সন্ত্রাসী ঘেরে গিয়ে ইমরুজকে কুপিয়ে ও গুলী করে।
গুলীবিদ্ধ ইমরুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা পৌণে ৩টার দিকে তিনি মারা যান। পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থলে গেছেন। পুলিশ বলেছে, জোর তদন্ত চলছে। ঘটনার আদ্যপান্ত বের করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ