বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে ৩০ জন রোহিঙ্গা মুসলমান নিহত ও বহু লোক আহত হওয়ার নির্মম ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, মায়ানমারে মুসলমানদের হত্যা, বহু লোককে আহত ও শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত করে মুসলমানদের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এমতাবস্থায় কোথায় জাতিসংঘ? কোথায় মানবাধিকার সংস্থা? রোহিঙ্গা মুসলমানদের অবিচারে হত্যা কী তাদের তাড়িত করে না?
পীর সাহেব চরমোনাই বলেন, মায়ানমার সরকার দীর্ঘ দিন থেকেই রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়ে আসছে। গত তিন যুগ আগে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল। তাদের আজ পর্যন্ত মায়ানমার সরকার ফিরিয়ে নেয়নি। সম্প্রতি মায়ানমার সেনাবাহিনীর হামলায় কমপক্ষে চারশত রোহিঙ্গা মুসলমান গৃহহীন হয়ে পড়েছেন। তিনি এ গৃহহত্যা বন্ধে এগিয়ে আসার জন্য জাতিসংঘ ও আইসি এবং সব আন্তর্জাতিক মানবতাধিকার সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। আগামীকাল ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল সফলের আহ্বান জানিয়েছেন মহানগর নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।