Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে বাসায় ঢুকে স্কুলছাত্রকে হত্যা

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৩:২৮ পিএম

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীতে আজ বুধবার সকালে ফ্ল্যাট বাসায় ঢুকে মুন্না নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুন্না টঙ্গীর গাজীপুরা আবু তালেব মডেল একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্র।

নিহত মুন্নার মা জানান, তিনি সকাল সাড়ে ৮টায় মুন্নাকে একা বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যান। স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পান, মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারালো অস্ত্রের আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে আছে এবং কণ্ঠনালী কাটা।

খবর পেয়ে মহানগর পুলিশ কর্মকর্তারা বাড়িটি ঘেরাও করে রেখেছে। কে বা কারা এবং কি কারণে মুন্নাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারছেন না।

এদিকে এ ঘটনার পর এলাকায় গলা কাটা বা মাথা কাটার গুজন ছড়িয়ে পড়ছে। শত শত উৎসুক জনতা বাড়িটির চারপাশে ভিড় করছে।

নিহত মুন্নার বাবা রাজধানীর বনানীতে একটি জনশক্তি অফিসে চাকরি করেন। তাদের বাড়ি পটুয়াখালি জেলার বাউফল থানার দান্ডি গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রকে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ