Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুলছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌধুরীহাট সংলগ্ন পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন পিঞ্জুরী গ্রামের হাবিব খান ও ওহাব খানদের সঙ্গে পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরে সোমবার রাতে হাবিব খানের ছেলে ও পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমিন খান (১২) বাড়ি থেকে টর্চ নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য পুকুর পাড়ে পৌঁছালে একই গ্রামের সাহেবালী খানের ছেলে ওহাব খান (৬০), কাইয়ুম খান (৩৫), ওহাব খানের ছেলে মহাসিন খান (৩০), মনির খান (২৮) তার গতিরোধ করে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় এবং কিল ঘুষি ও লাথি মারে, খুন করে লাশ টুকরো করে মাছে খাওয়ানোর হুমকি দেয়। এ সময় পার্শ্ববর্তী দোকানদার আমিনুল ইসলাম হাওলাদার এসে তাকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া হাসপাতালে এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় রাতেই আমিন খানের চাচা সোহরাব খান বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেন। এ ব্যাপারে প্রতিপক্ষ ওহাব খানদের কোন বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ