প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কোয়েল মল্লিক স¤প্রতি ইতালি থেকে ফিরেই ‘মিতিন মাসি’র শুটিংয়ে যোগ দিয়েছেন। বাংলা সাহিত্যে একমাত্র নারী গোয়েন্দা মিতিন মাসী ওরফে প্রজ্ঞাপারমিতা মুখার্জি। মিতিন মাসী স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য মিতিন মাসীকে নিয়ে ছোটদের উপযোগী ১৩টি উপন্যাস লিখেছেন; এর সবগুলো পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয়েছে। এছাড়া মিতিন মাসী সিরিজে পাঁচটি উপন্যাস প্রাপ্তবয়স্কদের জন্য লেখা। কোয়েল মল্লিকের অভিনয়ে ‘মিতিন মাসী’ চলচ্চিত্রটি পরিচালনা করছের অরিন্দম শীল। এটি নির্মিত হচ্ছে ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে। “ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’-এর পর আমার মনে হয় আমার ফিল্মটিই নারী গোয়েন্দা নিয়ে প্রথম বাংলা চলচ্চিত্র। এই বছর দুর্গা পূজাতে আমরা বাংলা চলচ্চিত্রের দর্শকদের ফিল্মটি উপহার দেব। মিতিন মাসী নারী ক্ষমতায়নের প্রতীক। কোয়েল মল্লিক মূল ভূমিকায় অভিনয় করছেন। এটি দিয়েই বাংলা ফিল্মে বিনয় পাঠকের অভিষেক হবে,” পরিচালক বলেন। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ; গানের দৃশ্য কোলকাতাতে চিত্রায়িত হবে। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন শুভ্রজিত দত্ত, অরুণিমা ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, এবং রিয়া বণিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।